কথার ভিতর জ্ঞান গরিমা
কথার ভিতর ধন,
কথায়  মানুষ  ভ্রষ্ট পথে
কথায় ভাঙে মন।


কথার কথা আসল কথা
কথায় আছে ঝাল
কথার  মাঝে দুষণ শব্দ
কথায় মন্দ গাল।


কথায় হবে আপন স্বজন
কথায় হয়রে পর,
কথার মাঝে সবাই সুখী
কথায় বাঁধে ঘর।


কথার তরে মানুষ বাঁচে
কথায় আছে সুখ,
কথার দ্বারা স্বভাব পঁচে
কথায় ভিজে চোখ।


কথার কথা অনেক কথা
কথার নেই তো শেষ,
কথার মালায় জাতি গাঁথা
কথায় গড়ে দেশ।