প্রতিক্ষায় থেকো..


ষ্টেশনে এসে, তোমায় খুব কাছে অনুভব করলাম।
বিশ্বাস কর, আমি তোমায় ভালবাসি..
প্রতীক্ষার প্রহর গুণে যখন তোমায় দেখলাম,
অতৃপ্ত মন, তখন প্রফুল্ল।
তোমার চোখের দিকে তাকালে
আবেগ চলে আসে মনে,
জানি না কেন জানি?
আর মনের ভাষা হারিয়ে ফেলি।
আমাকে দেখে নিশ্চয়ই তুমিও ছিলে উত্তেজিত।
জানি না, কবিতাটি পড়েছ কিনা?
পড়ে,  তুমি কি ভেবেছ, কি আবেগ এসেছে মনে, জানি না?
আসার সময় আর একবার তোমাকে দেখতে চেয়েছিলাম।
বিশ্বাস কর, সত্যিই আমি তোমাকে ভালবাসি।
জানি না সময়টা আমার কিভাবে কাটবে।
আবারও প্রতীক্ষায় প্রহর গুণে
তোমাকে দেখার আশায় ছুটে আসব.. প্রতিক্ষায় থেকো


কবি- মোঃ সোহেল মাহমুদ