"অবেলায়"


প্রতিদিন-ই-সূর্য অস্ত যায় গোধূলি লগ্নে;
আবার প্রতিদিন-ই- ভোর হয়, সূর্য উঠে
আশা মানুষকে এমনি বাঁচিয়ে রাখে!
প্রতিটা মানুষ-ই-একটি নতুন সকালের
প্রতিক্ষায় থাকে!
সে ভাবে আজ নইতো কাল
আমার জীবনের সুন্দর সমাপ্তি ঘটবে!
কিন্তু মানুষের জীবনে এমনটা
প্রাপ্তি ঘটে না!
অসমাপ্ত জীবনে, অবেলায় ডুবে যায় তরী!
এটাই কি নিয়তি, স্রষ্টার নির্ধারণ!
এ কেমন খেলা খেলছেন তিঁনি!
এ অমোক সত্যে আমরা সকলেই
বাঁধা পড়ে আছি!