সাধারন
মো. সোহেল মাহমুদ


সাদামাটা যারা চলে তাদের আমরা সাধারন বলব কেন
আসলেই কি তারা সাধারন
অনেকের চলনেই ধরা যায় না তাদের খ্যাতি কিংবা সুখ্যাতি
পরে আমরা ঠিকই টের পায় তাদের অসাধারনত্ব।
সাদামাটা মানুষেরাই সুখ্যাতি লাভ করে বেশি
পোশাক পরিচ্ছেদে যা ধরা যায় না
চরিত্রটাই হল একজন মানুষের চরম মহত্ব ।
সাধারন মানুষেরা কখনও তাদের
সরলতা বা বিশেষ গুনাবলী প্রকাশ করে না।
এটাই তাদের চরম মহত্ত্ব ।
অনেক যুবককেই বেশ ভূষায় মনে হয়
তার চেয়ে উৎকৃষ্ট গুণাবলীর মানুষ
পৃথিবীতে আর একটিও নেই,
সে মনে করে দুনিয়ার ঐশর্য ভোগবিলাস
সব কিছু তার“ই”
যে কারণে যে কাউকে তুচ্ছ বলে মনে করে।
আসলে তারাই সব চাইতে
অবহেলিত এবং নিকৃষ্ট।
তাদের দেখলে অনেকেরই করুণা হয়
কিন্তু তাদের কাছ থেকে পাবার আশা কেউ করে না।
আবার এটাও দেখা যায়
স্বভাবের সাথে স্বভাবের বন্ধুত্ব হয়
আসলে এটাই তো বাস্তবতা
নষ্টের সাথে নষ্টের, উত্তমের সাথে উত্তম বন্ধুত্ব।
যারা এগুলো বুঝতে পারে
তাদেরকে হয়তো অনেকেই মূল্যে দেবে না
কিন্তু এই মূল্যের আশা, আমি অন্তত করি না।