অন্যরকম দেখা
মো. সোহেল মাহমুদ


কিছু সুন্দরের প্রশংসা করতে হয়।
আমি যখন তাদের দেখি মনে হয়
কিছু মানুষ আমার স্বভাবের মতই ।
তাদের স্বভাব মূলক চেহারা আমাকে ভাবায়,
তাদের জীবনের বৈচিত্র আছে, ঘটনা আছে
আরো অনেক কিছুই থাকতে পারে।
অনেক মানুষকে একই সুন্দর একই স্বভাবের মনে হয়
মনে হয়, তার চেয়ে ভাল, তার চেয়ে ভাল।
আমি তাদের সাথে পরিচিত হলাম বা না হলাম
তাতে কিছু যাই আসে না ।
তাদের জীবনের গতি চলবে হয়ত থামবে
কিন্তু তাদের সৌন্দর্য এবং স্বভাব সৌন্দর্য
আমাকে দূর থেকেই মুগ্ধ করে।
এটা আমি বুঝতে পারি বলেই।
তাদের এই সৌন্দর্যের প্রশংসায়
আমি তাদের কাউকে ভালবাসি বা না বাসি
তাতে কিছু যাই আসে না।
আমি যাকেই ভালবাসি না কেন
আমি চাই জগৎতের সকল মানুষ
সুন্দর মানসিকতায় গড়ে ওঠুক।