জ্ঞানের আলো
মো. সোহেল মাহমুদ


জ্ঞানের আলোয় প্রজ্জলিত হোক
এই পৃথিবী এই তো মোদের প্রার্থনা।
জ্ঞানই কল্যাণ, শত আনন্দ বয়ে আনুক
এই তো আমাদের প্রার্থনা।
আমরা তো চাই না এটাই
পৃথিবীর উষ্ণ হাওয়া।
জ্ঞানের আলো আহরণে তাই উদীপ্ত চারিপাশ।
জ্ঞানই করিবে মহান নাহি বন্দিদশা
স্বাধীনতার উড়ন্ত পাখি মুক্তিই শুধু মুক্তি।
আমরা কি সেই জ্ঞান আহরণ করিব
যে জ্ঞান দিবে শত অভিশাপ
জ্ঞানের এককোণে থাকে লুকিয়ে
দুনীর্তি, পাপের ধোকাবাজ।
জ্ঞানই আলো বলে মানুষের ভিতর
লোকে আছে শত আধার
যে আধার ক্ষনিকে ক্ষনিকে বিধে চারিপাশ।
ওহে নারী একি মর্যাদা, একি স্বাধীনতা
যেখানে গিলছ ভোগবিলাস
দিচ্ছ ভরিয়ে পাপের জগৎ
যেখানে পর্দা নাহি থাকে পায় হ্রাস।
ভালই তো  সাজিয়েছ নবী দিয়েছে স্বাধীনতা
কি বলিল কি বুঝেছ আক্কেল নাহি আছে, বেক্কেলের সাজ।
কটুক কথা বাড়িয়ে তুমি করিয়াছ চারিপাশ।
সব পাপ মুছে গিয়ে সেই আলোয়
আলোক হোক পৃথিবী
যে জ্ঞানে আছে শত ন্যাক, আছে শত কল্যাণ।