বন্দী জীবন
মো.সোহেল মাহমুদ


কতটা বিষাদময়, ক্লান্তিময় জীবনে আছি
স্বাধীন আছি তবু যেন মুক্তি নেই ।
একটু সুবাতাস পাব বলে
মনের সাথে যুদ্ধ করছি।
কত ভাবনা বেদনা আছে মনে
মুক্তি কি মিলবে না ।
কর্মহীন জীবন ত আরো পঙ্গু
পবিত্র বাতাস মুক্ত প্রকৃতি
আমি চাই, আমরা চাই
সত্যিকারের মুক্তি, মুক্তি চাই মুক্তি।
হে মানুষ অজ্ঞ আর থেকো না
নিজের ভুলেই নিজেই হারিয়েছ
অরণ্যে প্রকৃতি, তাই শোধন করার সময় এসেছে
বল, ফিরিয়ে দেব অরণ্যে, প্রকৃতি, পৃথিবীর জন্য।