সুশিক্ষা
মো. সোহেল মাহমুদ


শিক্ষাকে সুশিক্ষার আশ্রয় বলা যায় না
চরিত্রের সংজ্ঞায় শিক্ষিত কেবলই বঞ্চিত
বাস্তব থেকে বলছি, এ কথা মিথ্যা নয়।
যে অংকে কিংবা ইংরেজিতে পারদর্শী
তাকে আমরা শিক্ষিত বলি,
তাহলে সুশিক্ষার সংজ্ঞা  সংজ্ঞা ভিন্ন কেন?
বাস্তবতাই আজ দুটোই ভিন্ন
কিন্তু সত্য ভিন্ন নয়।