বিপদ সংকূলে সাহস
মো. সোহেল মাহমুদ


বিপদ সংকূলে তুমি দেখ
ঐ ওঠিয়াছে ঝড়, কিসতি তোমার
ভাসিয়া বেড়ায়, এই মরণ ঢেউ।
হয়ত ডুবছে, ডুবছে তোমার নাউ
ভেঙ্গেছে বৈঠা, তবুও কি তুমি হাল ছাড়িবে
এই মরণ ঝড়ে?
ওঠে যদি বড় ঝড়, এই বিপদসংকূলে
বিধাতা যদি থাকে মোর
ডর আছে কি ডর তাতে?
ঝড়ে যদি ডুবে যায় নাউ
স্রষ্টার নামে দেব সাঁতার
এই অকূল সাগরে।
দেখবে চাহিয়া নদী বা সাগরে
দিয়েছি পাড়ি ওঠিয়াছি তীরে।
জয়-জয়-জয়-সাহসের জয়
বিপদসংকূলে মরণমণ জয়।