একুশ আমার অহংকার
কবি- মো. সোহেল মাহমুদ


একুশ আমার অহংকার
একুশ আমার চেতনা
একুশ আমার গর্ব।
হাজার মানুষের অশ্রুতেও আমি হাসি
কেননা তারা লড়তে জানে।
কাপুরুষের ভয়ে ভীত নয়
তারা বাংলা মায়ের
দামাল ছেলের দল।
কে বলে  তারা মৃত
তারা মরণজয়ী সৈনিক
ন্যায় কখনো মরে না
তাইতো তারা শহীদ।
ন্যায়ের মূত্যু কখনই নিভেনা
অগ্নিশিখার মতই জ্বলে উঠে
যতক্ষন না আধার দূরীভূত হয়।
তাদের ত্যাগ সীমিত নয়
এর প্রভাব সূদুর যেমনটি ছিল পূর্বে
এখনো তাই আছে কেউতো তাদের ভুলে না।
এই ত্যাগ সেদিনের মত এখনো  উদীপ্ত করে
এই বাংলার দামাল ছেলেদের
দেশের  তরে জীবন দিতে
তারা কখনই পিছপা হবে না।
জানুক তারা, বাঙ্গালী হারতে জানে না
শুধু জিততে জানে।