"ধূসর পান্ডুলিপি"


অলিখিত জীবনের হিসাব নিকাশ
কেউ মিলাতে পারবেনা
স্বপ্ন আর আশাগুলো পরে রয়
প্রচ্ছন্ন ছায়ায়।
আশা-নিরাশার দুলাচলে
জীবনের তরী কূলে ভীরবে কিনা
কেউ জানে না!
বিশ্বাস আর স্বপ্নের জাল বুনে
মানুষ এগিয়ে যায় অনাহূত ভবিষ্যতে।
দু’চোখ দিয়ে যখন তাকাই অপলক
দিগন্তে কেবলই নীরব আর শূন্যতা।
দুঃখ, কষ্টের জীবনে লেখা হয়নি
ভাবনায় উঁকি দেওয়া অনেককিছুই।
তাইতো জীবনে পড়ে থাকে
কালের ধূসর পান্ডুলিপি।