একাবাস                   ক্রমিক-নংঃ ৬৫


       ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


একদা মদন ভাবিল;সে একা করিবে বাস
আর ভালো লাগে না তার,সমাজের কন্দল-ত্রাস
লোকালয় ছাড়িয়া, চলিয়া গেল
ঘন-আধার গভীর জঙ্গলে।
কিছুকাল তার সবই ছিল ঠিক-ঠাক
একদিন দেখিল, ইঁদুর কাটিল জামা কুট-কাট
অনেক ভাবিয়া বিড়াল আনিল গৃহে
বিড়ালে পালিতে হইলে দুগ্ধবতী লাগিবে তাহে।
দুগ্ধর লাগি আনিল সে গাভী
গাভীকে বাঁচাইতে লাগিবে তরুলতা-বৃক্ষ রোজি
গাভীকে দেখবার করিতে লাগিল তার লোক
অবশেষে মদন বুঝিল;লোকালয় উপযুক্ত ঠোক
একা থাকিতে পারে না মানুষ
যতই তার না থাকুক জ্ঞান- হুশ।
      


রচনাকালঃ ০৬--০৯--২০১০ইং