আমি আমার মত
                                       ক্রমিক-নংঃ ৯০

আমি ভাই আমার মত
চলছি আমার মন মত
মানছি না কারো কোন বাঁধা
না তো দিচ্ছি পিছন হতে
       ডেকে যাওয়া
কোন মানব হৃদয়কে সাড়া।


শার্টের বুক বোতাম খুলে
চলছি আমি বীর বেশে
বিপদ যতই আসুক নারে
লড়াকু হব সিংহ বেশে।


আমি আছি ভাল আমারি মত করে
যত ইচ্ছে আঁকছি ছবি মনেরি ক্যানভাসে
আজ আর ভাবছি না কিছু-ই
তুমি আছো, রবে বুক পিঞ্জরে।


আমি শুধু আমারি মত
এবুকে আছে গহীন ক্ষত
আর জড়াতে চাইনা
মায়া মমতার আবেগ শতত।


  
রচনাকালঃ ১৮--০৭--২০১৬ইং