আমি চাই না                  ক্রমিক-নংঃ ৬৬


       ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এমন স্বাধীনতা আমি চাইনা
        যে স্বাধীনতা;
সবাইকে মুক্তির স্বাদ দিতে পারে না।


এমন গণতন্ত্র আমি চাই না
       যে গণতন্ত্র;
সাধারন মানুষের কথা বলে না।


এমন আইন আমি চাই না
       যে আইন;
সবার জন্য সমান না।


এমন শিক্ষা আমি চাই না
      যে শিক্ষার মাঝে;
প্রকৃত শিক্ষা থাকে না।


এমন গুরু আমি চাই না
      যে গুরু;
শিষ্যকে ধর্ষণ করতে একটুও ভাবে না।


এমন মানুষ আমি চাই না
         যে মানুষের মাঝে;
বিন্দু মাত্র সহানুভূতি থাকে না।


এমন দেশ-প্রেমিক আমি চাইনা
     যে দেশ-প্রেমিক;
সাপের চাইতে ভাল না।


এমন নেতা আমি চাই না
       যে নেতার মাঝে;
মানুষের ভাল করার মানুষিকতা থাকে না।


এমন দেশ আমি চাই না
       যে দেশে;
সত্য কথা বলা, অপরাধ ছাড়া কিছু-ই না।


এমন...........


রচনাকালঃ ০৮--০৬--২০১৬ইং