আমি ঋণী
         ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমি ঋণী আমার প্রভুর কাছে
যিনি বিনা পরিহাদে
আমাকে মানুষও মুসলিম করেছেন।


আমি ঋণী সেই মায়ের কাছে
যে মা শত কষ্ট সহ্য করে
আমায় জন্ম দিয়েছে।


আমি ঋণী ঐ গাছের কাছে
যে গাছ আমায়
প্রতিনিয়ত অক্সিজেন ও ছায়া দিয়ে যাচ্ছে।


আমি ঋণী ঐ সূর্যের কাছে
যে সূর্য আমায় আলো দিয়ে
জীবনের পথটাকে চলতে সহজ করে দিয়েছে।


আমি ঋণী ঐ চাঁদের কাছে
যে চাঁদ আমায়
জ্যোৎনার আলো-ছায়া খেলায় মুগ্ধ করেছে।


আমি ঋণী ঐ সময়ের কাছে
যে সময় আমায়
সময়ের গুরুত্ব বুঝতে শিখিয়েছে।


আমি ঋণী ঐ ফুলের কাছে
যে ফুল তার সুবাস দিয়ে
আমায় সুবাসিত করেছে।


আমি ঋণী ঐ নদীর কাছে
যে নদীর জল পান করে
আমার তৃষ্ণা মিটেছে।


আমি ঋণী ঐ পাখির কাছে
যে পাখি রোজ সকালে
আমায় তার গান শুনিয়েছে।


আমি ঋণী ঐ রাখাল বালকের কাছে
যে রাখাল বালক ক্লান্ত দুপুর না ঘুমিয়ে
আমায় তার মধুর বাশি বাজিয়ে শুনিয়েছে।


আমি ঋণী ঐ মানুষটির কাছে
যে মানুষটি নিশি জেগে
আমার সেবা করেছে।


আমি ঋণী ঐ মানুষ গুলোর কাছে
যে মানুষ গুলো আমায়
ভালবাসা, আদর-যত্ন দিয়ে আপন করে নিয়েছে।


আমি ঋণী.......................
              [সংক্ষিপ্ত]


রচনাকালঃ ০৪-১১-২০১৫ইং
ক্রমিক নংঃ ১৬।