ব্যর্থতার ভালবাসা
              _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তোমাকে একবার ক্যানভাসের জলরঙে
রূপান্তরিত করব বলে,রাঙ্গিয়ে নিয়ে ছিলাম
আমার ভিতরও বাহির।যদিও আঁকা-আঁকি,
কখনোই পছন্দের ছিলো না আমার।
তবুও তোমার প্রতিচ্ছবি আঁকব বলে
ব্যর্থ চেষ্টায় নষ্ট করেছি কয়েকশ রীম কাগজ।।


তারপরঃ আমার প্রথম ব্যর্থতা ঢাকতে
ভেবেছি একটা কবিতা লিখব তোমায় নিয়ে
যেন তুমি খুশি হও,কবিতাটা হয় যেন পৃথিবী খ্যাত
বিখ্যাত কবিতাদির মধ্যে অন্যতম।
যেই ভাবনা সেই প্রচেষ্টা; লিখতে লিখতে শেষ করেছি
কয়েকশো দিস্তার পর দিস্তা,তবুও মনের মত কবিতা লেখা
আমার আর হয়ে উঠেনি।তুমি এতোটাই সুন্দর আর নিখুঁত
যে কোন উপমা দিয়ে তোমার সৌন্দর্যের বর্ণনা
করা সম্ভব না।আর তাই এবারও আমি ব্যর্থ।।


অতঃপর আমার দ্বিতীয় ব্যর্থতা ঢাকতে
ভাবলাম তোমায় এক-খানা প্রেম-পত্র নিবেদন করি।
আমার ব্যর্থ প্রচেষ্টার কথা গুলো তোমায়  বলি
কিন্তু কি এক অজানা অনুভূতি আমাকে রুদ্ধ করল
সেটাও পারলাম না তোমায় খুলে বলতে।
তাই আর আট-দশজন সাধারণ প্রেমিকের মত
তোমার সামনে হাটু গেঁড়ে, শিশির ভেজা গোলাপ হাতে
কখনো বলতে পারিনি নারিয়া"" ভালবাসি তোমায়""।।


শুধু ব্যর্থতার অপরপৃষ্ঠে, অপ্রকাশিত এক তরফা ভালবাসা
আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে
সেই দাবানলের তাপে আজ আমার চোখের নিচেও
কালসেটে দাগ পড়ে গেছে।এতো কিছুর পরেও
তোমার প্রতি আমার ভালবাসা,আর  ব্যর্থতা শব্দটি
               দুই সারা জীবনের জন্য সঙ্গী হয়ে রয়ে গেছে।।


রচনাকালঃ ২১জানুয়ারি ২০১৮ইং
ক্রমিক নংঃ ২৭৩।
স্থানঃ বাগবাড়ী,লক্ষ্মীপুুর।।