ইট পাথরের শহর ছেড়ে
চলে যাচ্ছি নিজ গাঁয়ে,
অপেক্ষায় মা যে আমার
পথ প্রাণে থাকে চেয়ে।
ভাল থাকো তোমরা সবাই
অদ্ভুত শহর তোমায় বিদায়,
নিজ গাঁয়ে গিয়ে আমি
আমার ভাই প্রাণটা বাঁচায়।
কেমন করে থাকো তোমরা
এই কঠিন নরকের মাঝে,
আমি ভাই পাগল হবো
আর কয়েকটা সেকেন্ড রলে।
তাই বলি, হে শহর বিদায়
তোমায় জানাই আল বিদায়।।
      
রচনাকালঃ ০৬--০৮--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১৩৫