বিজয় ২
     ক্রমিক-নংঃ ৩১০...
        -- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


অবশেষে "বিজয়" তুমি এলে
বিজয়ী বার্তা হয়ে
কেড়ে নিলে মাতৃগর্ভ শিশু হতে
শতক বছরের বৃদ্ধ'কেও!
বহালে ত্রিশ লক্ষ তাজা রক্ত,
খাওয়ালে মানুষের মাংস
হিংস্র জন্তুজানোয়ার হতে
দূর আকাশে উড়তে থাকা শকুনদের।
আজো কত দুঃখীনি মা;
কত অহংকারী থাকে, বুকে পাথর বেঁধে
কারো কারো রাত শেষ হয় কেঁদে কেঁদে।
কত শিশু প্রিয় মুখটি খুঁজে ফিরে
গলিত লাশের ভিড়ে।
অতঃপর ডিসেম্বরের ষোল এসে,
ভাসলো খুশির বানে
কাঙ্ক্ষিত বিজয়ের আগমনে।
লাখো কন্ঠে বাজলো গান
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।।


রচনাকালঃ ১৬ ডিসেম্বর ২০১৮ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।