বিশ্বাসঘাতক আজ পরাজিত
         ক্রমিক-নংঃ ২৯৪
---- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


                 হা-হা-হা,
আজ আমি জিতে গেছি...!
তুমি হেরে গেছো, তুমি আজ পরাজিত
             তুমি আজ নিঃস্ব।
তোমার সহযাত্রী আজ তোমাকে ঠকিয়েছে,
যেরূপ ভাবে তুমি আমায় ঠকিয়েছো।
আজ আমি আনন্দিত, আমি পুলকিত
গত একটি বছরে তোমার জন্য অনেক কেঁদেছি।
তুমি হারিয়ে দিয়েছিলে আমাকে
কিন্তু দেখো, সততার দাম কখনোই শেষ হয় না।
বিশ্বাসঘাতক তুমি। এক বছরে একদিনও কি
আমার কথা তোমার মনে পড়েনি!
তাহলে গতকাল কিভাবে মনে পড়লো?
আর কেনই বা মনে পড়লো।
তুমি ফোন করলে, আমি অবাক হয়েছিলাম।
ভেবেছিলাম তুমি আমার মুঠোফোনের নাম্বার হারিয়ে ফেলেছো।
নয়তো কালের গহ্বরে সেটা হারিয়ে গেছে।
কিন্তু না, তুমি মনে রেখেছো।
বিশ্বাস করো, আমি চাইতাম তুমি অন্তত
একটি বার যোগাযোগ করো।
তোমায় নিয়ে স্বপ্ন তো কম দেখিনি!
কিন্তু, তুমি এমন সময় যোগাযোগ করলে
যখন তুমি অসহায়, যখন তুমি নিঃস্ব।
আজ আর তোমাকে আমার কোন প্রয়োজন নেই!
তুমি বিশ্বাসঘাতক; বিশ্বাসের মানে জানো না!
আমি ভাল আছি, হয়তো ভাল থাকবো।
তোমার ভাল হবেনা।
অভিশাপ লেগে আছে তোমার উপর
বিদায়, তোমাকে চিরতরে বিদায়....!!


রচনাকালঃ ০৭ জুলাই ২০১৮ ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি, মতামত অবশ্যই জানাবেন]