বদলে গেলে তুমি
       ক্রমিক-নংঃ ২৯৩
  ----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি তো আমার সেই পাগলীটা
যার কাছে আমি ছিলাম,
পৃথিবীর সেরা মানুষ। শ্রেষ্ঠ প্রেমিক
না জানি আরও কত কি...!!


তুমি তো আমার সেই পাগলীটা
যে আমাকে একনজর দেখার জন্য
মাইলের পর মাইল হেঁটে আসতে।
মাঝে মধ্যে দু'একদিন দেখা না হলে
মুঠোফোনের ওপাশ থেকে
কান্নায় ভেজা কন্ঠস্বর ভেসে আসতো...!!


           আর আজ...!
কেন এমন করে বদলে গেলে তুমি...?
খুব বেশি অপরাধ করেছি কি আমি?
কেন হারিয়ে গেলে, অন্যের হাতে হাত রেখে
চিরকালের মতো আমায় একা করে।
জানি নাহ্...মনকে বার-বার প্রশ্ন করেও
কোন উত্তর খুঁজে পাই নাহ্...!!


দূর থেকে তোমার বদলে যাওয়া
রোজ দেখি আর মনে মনে ভাবি...
এই তুমি'টা আর সেই তুমি'টা নেই
যে তুমি'টাকে ভালবেসে,পাগল হয়েছিলাম
                           মনের অজানতেই...।।


রচনাকালঃ ০৫ সেপ্টেম্বর ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।