একে একে কেটে গেল একুশটি বসন্ত
কত দিবস-নিশি কেটে গেল,তবুও মিলেনি কোন অভিশান্ত।
কত জল কত ব্যথা আরও কত স্মৃতি
অপেক্ষায় আছি কেউ চিরকুট দিয়ে, করবে তার ইতি।
সেই কবে হতে একটি চিরকুট পাবো বলে
কত প্রহর কাটিয়ে দিলাম প্রতিক্ষায় থেকে।।


একে একে কেটে গেল একুশ বছরের যৌবণা
তবুও দেখা মিললনা, কোন চিরকুট মালা।
কেউ তো এসে, বললো না তো হেঁসে
আর করতে হবে না অপেক্ষা
এই তো আমি এসে গেছি হতে তোমার "অস্মিতা"।।


একে একে কেটে গেল, কত না পূর্ণোপমা
তবুও কেউ এক টুকরো চিরকুট দিলো না।
দিলো না তো কেউ আমায়, এক চিরকুট ভালবাসা
ভুল করেও কেউ দেয়নি এক চিমটি মিথ্যা আশা।।


একে একে ঝরে গেল অপেক্ষার তটে
কত ফুল ঝরে গেল, প্রভাতের আগে
কত জল বয়ে গেছে সমুদ্রখাতে।
ঝরে গেল কত না শুকনো পাতা
মনের মাঝে বয়ে গেল, অব্যক্ত কথার মালা
অতঃ পরেও এক চিরকুট ভালবাসা আজও পেলাম না।।


রচনাকালঃ ২২--০৪--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১৯৪