চলে যাচ্ছি
                                  ক্রমিক-নংঃ ৯১
  
  
আমি আজ চলে যাচ্ছি চিরদিনের মত হারিয়ে যাচ্ছি
কেন তুই জানিস না? শুধু তোর অবহেলার জন্য।
শত চেষ্টা করলেও তুই আর কখনো ফিরব না
তোর চোখে চোখ রেখে আর কোন স্বপ্ন দেখব না।
আজ আমি চলে যাচ্ছি চিরতরে তোর জীবন হতে
দূর হতে বহু-দূরে আমি চলে যাচ্ছি।
চলে যাব অন্য কোথাও, অন্য কোন শহরে
যেখানে সবাই ভাল থাকে, নিজের মত করে।
যেখানে থাকবে না, ধনী-গরীবের পার্থক্য
         ঠিক সেই খানে, ঠিক সেই নগরে।।


আর কখনো ফিরব না কোন স্বার্থপর মানুষের তরে
শত চেষ্টা করেও তুই ব্যর্থ হবি অতঃপরে।
সত্যি আমি চলে যাব চন্দ্র লোকের দেশে
যেখানে চন্দ্র নক্ষত্র খেলা করে চাঁদের বুড়ির সাথে।
আজ আমি সত্যি হারাব
বল; তোর জন্য আর কত প্রহর গুনব?
যত প্রহর গুনেছি, ততই লোনা জলে ভিজেছি।
অযথা তোকে ভেবে ভেবে কষ্টের পাহাড় টাকে
বিশাল হতে বিশাল তর করেছি।
নাহ্ আর না....আজ সত্যি হারানোর দিন এসেছে
চলে যাব এমন কোথায়, যেথায় আমার আমি
বেঁচে থাকব হয়ে ভিনদেশী সত্যি আজ আমি চলে যাচ্ছি,,।।


      
রচনাকালঃ ০২--০৭--২০১৬ইং