চোরাবালির ভালবাসা
       ক্রমিক-নংঃ ৩০৫
     -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কেমন আছো তুমি অস্মিতা?
আজ আমার ভাল খারাপে
তোমার কিছুই যায় আসে না।
সেই জন্যই কি জানতে চাওনি
নিঃস্ব এই আমি, কেমন আছি...!


কিন্তু কোন একদিন
কত রাত জেগে গল্প করেছি
স্বপ্ন ছিল তোমার একতলা-দোতলা বাড়ি।
দক্ষিণ মুখি সুন্দর একখানা বারান্দা
তার সামনে প্লামেরিয়া ফুলের বাগান।


সে বাগানে বসে
পূর্ণিমাতিথি দেখবো দু'জনে।
আরও কত কি রঙ্গীন স্বপ্ন
  জানি, সেসব কথা তুমি
          বেমালুম ভুলে গেছো।


আমার কাছে থাকলে আমি তোমায়
এসবের কিছুই দিতে পারতাম না।
চলে গিয়ে ভালোই করেছো
    নয়তো বুঝতাম না,
            জীবনের আসল মানে।


তোমার আমার মাঝে রয়েছে
আজ সুবিশাল পার্থক্য।
তুমি খোঁজ অর্থ-আভিজাত্যের সুখ
সেই সুখ দেওয়ার মত ক্ষমতা আমার
সেদিনও ছিলো না আর আজও নেই।


ছন্নছাড়া প্রেমিকের কাছে ভালোবাসা ছাড়া
তোমাকে দেওয়ার মত কিছু নেই।
আজ-কাল ঐসব ভালোবাসা-আবেগ দিয়ে
কিছুই হয় না। টাকা হলে ওসব বাজারে
সস্তায় কিনতে পাওয়া যায়।


থাক সে সব কথা
       তুমি ভালো আছো
এটাই আমার জন্য সুখ বার্তা।।


রচনাকালঃ ০৪ জানুয়ারি ২০১৯ইং
মিরিকপুর, লক্ষ্মীপুর।