শেষ বিকালের আলো-ছায়া, বসন্ত কোকিলের গান
দূর দিগন্তে বেশে যাওয়া উড়ো মেঘ কিনবা,রোমান্টিক পরিবেশ
ঝড়-বৃষ্টি যাই বলো না কেন তুমি, কোন কিছুই আজ-কাল
তোমায় মনে করিয়ে দিতে পারে নাহ, সবার কাঁধে ব্যর্থতার ঝুলি।।


সকাল গড়িয়ে সন্ধ্যা হয় রোজ, স্মৃতির পাতা উল্টে আমি
করি নাহ কখনো তোমার খোঁজ।
জানি!খুঁজলেও পাবো নাহ তোমার মাঝে
হারিয়ে যাওয়া ষোল বছরের সেই তুমি'টাকে।
যে তুমি'টার চোখে আমার জন্য প্রেম দেখেছি,ভালবাসা দেখেছি
বিশ্বাস,শ্রোদ্ধা-ভক্তি দেখেছি আর আমাকে নিয়ে তোমার
              গর্ববোধের কথা নাই বা বললাম আজ....।


যে তুমি'টা সর্বদায় আমাকে ঘিরে ব্যস্ত ছিলে
অপেক্ষার প্রহর গুনতে ক্ষুদে বার্তার আশায়
যে তুমি'টার কাছে আমি ছিলাম তোমার পৃথিবী
তোমার বিশ্বাস-নিঃশ্বাস,প্রিয় হতেও প্রিয়জন।
সেই তুমি'টার কাছে আজ আমি শুধুই প্রয়োজন.......


তোমাকে নিয়ে ভাব-বার কথা থাকলেও
কেন জানি ভাবতে ইচ্ছে করে নাহ্
কেন জানি অনুভূতি গুলো আগের মত সক্রিয় নয়।
এখন আমি রোজ নতুনত্ব খুঁজি,খুঁজি কোন এক দস্যিকে
রোজ নতুন সম্পর্কে জড়ায় ক্ষণিকের ভালোলাগায়
আবার বেলা শেষে বিরহ-ব্যাথায়, গল্প-কবিতা দীভবি লিখে যাই।।


রচনাকালঃ ১৭এপ্রিল২০১৮ইং