দশ বছরের পরিবর্তন
      ক্রমিক-নংঃ ৩১৩
    --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


দশ বছর আকার কিংবা দৈর্ঘের বিচারে
খুব একটা লম্বা সময় নয়,
তবুও দশ বছরের ব্যবধানে
অনেক কিছুর পরির্বতন হয়।


সেদিনের বাচ্চা মেয়েটি
আজ কুমারীকাল পার করে,
বারো হাতের শাড়ি পড়ে
ধারণ করেছে বাঙ্গিলী নারীর রূপ।


দশ বছরের ব্যবধানে দেশীয় গণতন্ত্র হিসেবে
প্রধানমন্ত্রীরও গধি পরির্বতিত হয়।
গতদিনের অগোচালো যুবা ছেলেটি
স্ত্রী-সংসার, পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়।


দশ বছরের ব্যবধানে কোটি প্রাণের জন্ম হয়
আবার, বিপরীতে ঝরে পড়ে লাখো তাজা প্রাণ।
দশ বছরের ব্যবধানে অনেক মনে দাগ কাটে
আবার,অনেকে হারিয়ে যায় স্মৃতির পাতায়।


রচনাকালঃ ০১ ফেব্রুয়ারি ২০১৯ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]