দু'নয়নে ভয়
             ক্রমিক-নংঃ ২৭৫
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


দু'নয়নে আছে ভয় মন আছে সংশয়
একাকি পথ চললে, লোকে কত কি কয়।
তোমাকে বিশ্বাস করে চেয়েছি আশ্রয়
বিনিয়মে পেয়েছি লাঞ্চণা, সয়েছি নির্যাতন
এভাবে মুখ বুঝে সইবো কতক্ষণ?
হারিয়ে গেলে নিঃশ্বাস যায় না আনা ফিরিয়ে
সত্তিত্ব একবার লুটে নিলে, গঙ্গার জল চিটালেও
হয় না সে পবিত্র। তখনি পথ চলতে চলতে শুনতে হয়
মেয়ে তুই অপবিত্র, মেয়ে তুই নষ্টা।
দক্ষিণের সমিরণে শিহরণ জাগে মনে, প্রেম জাগে অন্তরে
যুবকের কটাক্ষ উক্তিতে প্রাণ ভোমরা যায় যে উড়ে।
নেই অবকাশ নেই শান্তি, মোবাইলের খোলা স্ক্রিনে
চলছে অবিরাম তরুনীর আর্তনাদের সেই করুণ দৃশ্য।
দু'নয়ে আছে শুধু ভয়, ভয়ে ভয়ে বাঁচিব আর কত কাল।।


রচনাকালঃ২১--০৪--২০১৮ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভালো লাগলে শেয়ার করবেন]