ইট পাথরের এই শহরে
মন বসে না চার-দেয়ালে,
ভাবছি বসে আপন মনে
কবে ফিরবো আমার গাঁয়ে।


শুনেছি আগে; শহরে নাকি
বড় বড় বাবুরা থাকে,
উঁচু উঁচু দালান-কোঠা
কোথাও নেই, শান্ত পরিবেশটা।


এমন শহরে মানুষ থাকে?
ছলনা-প্রতরণা, প্রতিহিংসা
যার প্রতিটি কোণে কোণে।


মানুষের মন গুলোও কেমন জানি
নিজতেজ হয়ে আছে,
দেখে এমন মনে হয়
হাসেনি বছর বারো বোধহয়।


কেমন করে থাকে ওরা
ধূলাবালি শব্দদূষণ কোলাহলের ভিড়ে
এইভাবে কি কোন মানুষ বাঁচতে পারে?


আমি ভাই গাঁয়ের মানু্ষ
গাঁয়ে ফিরতে চাই,
গাঁয়ের মাঝে যে কত সুখ
এদের বুঝানো দ্বায়!
    
শাহাজাহানপুর, ঢাকা।
রচনাকালঃ ০৪--০৮--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১৩৪!