এলে বড় অবেলায়
             ক্রমিক-নংঃ ২১৭          
    ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


পাশের যে চেয়ারটি দেখছো
এটা ভালবাসার........
চিরদিনই শূন্য ছিল এবং আজও আছে
এটাতে কেউ বসেনি কোনদিন কিংবা কোন কালে।


উপরে যে পাখাটা দেখছো
ওটা সুখের......
বহুদিন হলো অকেজো
এই বন্ধ ঘরে নিষ্প্রয়োজন হয়ে পড়ে আছে।


চেয়ারের বিপরীতে জানালাটা দেখছো
ওটা শিহরণের......
বহুকাল আগে খিল দিয়ে রেখেছি
কোন একদিন দক্ষিণা বাতাসে, শিহরণ জাগাতো মনে।


দেয়ালের কোণে ঐযে দিনপঞ্জিকাটা দেখছো
ওটা দূরত্বের হিসাব.....
বহুযুগ যাবৎ নেই সন্ধী
আছি বেখায়ালি-বৈরাগী হয়ে ভুলে সব হিসেব-নিকেশ।


দিনপঞ্জিকার ডানদিকের দেয়ালে
যে জুলন্ত আয়না-চিরনী টা দেখছো
ওটা গুছিয়ে রাখার......
বহুকাল আগে ব্যবহার্যতা হারিয়ে
চিরনীতে জড়ানো কয়েক গুচ্ছো চুল,
মনে করিয়ে দেয় আমায়, জীবনের প্রথম ভুল।


সুখে তো  ছিলাম
সেই বিবর্ণ বেখেয়ালে
কেন এলে বলো, বেশ তো ছিলাম
শুধু করাঘাত করলে চেতনায়
তুমি কেন এলে বড় অবেলায়।


রচনাকালঃ ০৯--০৪--২০১৪ইং