ভুলে যাব
      
      ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ভাল লাগা ভালবাসা রঙ্গীন কথা বলা
হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে চলা
সবটায় যখন শিখালে তুমি।
ভুলে যাওয়াটাও শিখিয়ে ভুলে যেতে পারতে।
      তোমাকে ভোলার জন্য
না জানি কত বৃথা চেষ্টাই না করেছি।
কোন কোন মাঝরাতে, স্বপ্নকে দিয়েছি কারাবাস
     তোমাকে ভোলার জন্য
ডেকেছি মনের ঘরে অসহযোগ আন্দোলন।
নাহ্ তোমাকে আমি আর ভালবাসব না
ভুলে যাব তোমাকে, ভাববো শুধু নিয়ে আমাকে।
শিশির মাড়িয়ে যে পথে হেঁটে যেতে তুমি
সেই পথ আমি আর কখনো মাড়াব না।
যে শহরে তোমার বসবাস
সেই শহরে আমি আর থাকব না।
তোমার দেওয়া কারুকার্য খচিৎ রুমালে
আর কখনো চাপা কান্নায় মুখ লুকাব না।
ভুলে যাব সব, ভুলে যাব ছলনাময়ী তোমায়
সব ভুলে শুধু ভালবাসব আমার আমায়।।