গল্পটা তোমার-আমার
             ক্রমিক-নংঃ ২৩১          
    ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


স্মৃতির পাতা উল্টে দেখি
সবি আছে আগের মত।
সেই ছেঁড়া ডায়েরিটাও পড়ে আছে
টেবিলের কোণে ধূলা-বালি গাঁয়ে মেখে
কালের স্বাক্ষি হয়ে তোমার আমার।
ষড়ঋতুর মত বদলে গেলে তুমি
বদলে নিলে তোমার চারপাশ
পক্ষীরাজে ছড়া রাজপুত্রের সাথে
ক্ষণিকের ব্যবধানে একা ফেলে
চলে গেলে দূর.....হতে বহুদূরে.......।
তোমার-আমার গল্পটাকে থমকে দিয়ে
নিজেকে ভাসিয়ে দিলে সুখ সাগরে.......
তুমি পারও বটে অহংকারী মেয়ে।।


রচনাকালঃ ২০--০৫--২০১৭ইং