হেমন্ত
      ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
        
আজ পাতা ঝরার দিন এসেছে
মৃদু মৃদু হাওয়া চার-দিকে বইছে,
চলছে বৈচিত্র্যময় ঋতুর খেলা
স্বাগতম জানায় হে-হেমন্ত
আজ তোমায় এ বাংলা।


মেপেল লিপ আজ হলদে-তামাটে
হেমন্ত তুমি এসেছো বলে,
হিমেল হাওয়া বহে উত্তরী কোণে
কুহেলীর আগমনী বার্তা হয়ে।


সু-নয়নার নিপুণা দৃষ্টিতে
বাহারি রঙ্গে হেমন্তের আগমন,
হারিয়ে গেছে বর্ষা হতে শরৎ
যারা এতোদিন ছিল আপন।


কুহেলী নিশিতে
কামিনী মল্লিকা গন্ধরাজ ফোঁটে,
দিঘির স্বচ্ছজলে কিনবা বিলে-ঝিলে
রঙ্গধনু গাঁয়ে মেখে পদ্মমণি ফোটে।


দিকে দিকে ঘরে তুলে
রাশি রাশি সোনার ধান,
পল্লীচাষার মলাটে হাসি ফুটে
জানায় সে নবান্নকে আহবান।।
    
রচনাকালঃ ১৯--০১--২০১৭ইং
বাগবাড়ী।
ক্রমিক-নংঃ ১৩৮


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]