হেরে যাচ্ছি
         ক্রমিক-নংঃ ২২৮
  ______শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজও মাঝরাতে হঠাৎ করে, কেন জানি ঘুম ভেঙ্গে যায়
বুকের ভিতরটা কেমন জানি নড়ে ছড়ে উঠে।
খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে। এমনটা মনে হয়
যেন আমি একটা ভেজা অন্ধকার
সেতস্যতো ঘরের মধ্যে শুয়ে আছি।
কোথাও কোন আলোর চিহ্ন মাত্র নেই
চারদিকটা কেবল ঘোর অন্ধকার,
ঠিক যেন নিজের হাতটা দেখা যায় না।
আর বার বার মনে হতে থাকে
আমার খুব কাছের একজন, খুব পরিচিত একজন
আমায় ছেড়ে দূর হতে বহুদূরে চলে যাচ্ছে।
বড় কষ্ট হয়..............আর কখন যে
চোখের জলে বালিসটা ভিজে গেল, নিজেও জানি না।
তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে
কেন কাঁদলাম আমি, কি হয়েছিল আমার!
কেন অশ্রু-জলে সিক্ত হলাম
কিছুই আর মনে করতে পারি না।
ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ি
এই ভাবে কাটছে আমার রাতের পরে রাত,
আবার দেখা মিলে আরেকটি সোনালী সকালের।
আবার সব কিছু কেমন যেন সময়ের সাথে চলতে শুরু করে।
প্রতিনিয়ত এভাবে হেরে যাচ্ছি আমি সময়ের কাছে।
হারতে হারতে আজ আমি বড্ড ক্লান্ত।
আমার প্রথম হারটা "অহংকারী" তোমাকে দিয়ে,
তার পর থেকে হেরেই চলেছি।
জানি না এভাবে আরও কতকাল হারতে হবে?
হারতে হারতে আজ প্রায় জয়ের স্বাদটাও ভুলতে বসেছি...............।।


রচনাকালঃ ০৬--০৩--২০১৭ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]