জানো কি বালিকা
               ক্রমিক-নংঃ ১৮০
      
তুমি জানো কি বালিকা
ঘুম পাগল সেই ছেলেটা
সারা রাত জেগে ছিল
ঐ চন্দ্রিমার মত একাকি।
কেন জানো? তুমি আসবে ভেবে
নির্ঘুম নিশি পার করলো
        তোমারি অপেক্ষাতে।।


তুমি জানো কি বালিকা
সে তোমায় আপন সুরে ডেকে ছিল।
হয়তো তোমার অন্তর পর্যন্ত
সেই ডাক পৌছাতে পারেনি
তাই হয়তো তুমি সাড়া দাওনি।।


তুমি জানো কি বালিকা
তোমার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে
পাগলটির পাপড়িতে স্বপ্নরা জমাট বেঁধে ছিল
তবুও স্বপ্নকে বসতে দেয়নি একবারও ভুল করে।।


তুমি জানো কি বালিকা
তোমার জন্য রাত জেগেছে
নিজের জন্য না ভেবে, তোমায় ভেবেছে।
পাগলটা এক বুক কষ্ট নিয়ে
অবশেষে দিব্বি হেসেছে।।


তুমি জানো কি বালিকা
কোন এক সময় সূর্য দিল দেখা
পাখিরাও শোনাল কিচিরমিচির শব্দে গান
হালকা হিমেল হাওয়ায় করছে নব দিনের আহবান।।


তুমি জানো কি বালিকা
পুষ্প রাশি তাকে মুগ্ধো করেছিল,
তবুও সেই উন্মাদটা তোমার
সাড়ার অপেক্ষায় জাগ্রত ছিল।।


তুমি জানো কি বালিকা
পাগলটা তবুও ফেল মেরেছে।
মনের কষ্ট তোমায় না বলে
একাই কেঁদেছে, তবুও সে
তোমায় ভালবাসি বলতে বলতে
সোনালী আলোয় গা বাসিয়ে
অতঃপর কোমল ঘাসের উপর ঘুমিয়ে পড়েছে।।


তুমি জানো কি বালিকা
উন্মাদটার দুঃখ ব্যথা কেউ বুঝে না
তার কান্নার শব্দটাও কেউ শুনেও শুনে না।
তাই পাগলটা শূণ্যে মিলিয়ে গেল
আলোর সঙ্গে আর কখনো ফিরবে না
সে তোমার জন্য আর কোন দিন
       অপেক্ষায় থাকবে না বলে।।


রচনাকালঃ ১৬--০৯--২০১৬ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।