আজ এই নদ-তটে পড়েছে কার ছায়া
মাটির বুকে কার যেনো, পদ-চিহৃ আঁকা।
সে কি তুমি! নাকি সৃষ্টিরহস্যের ওপিটের
কোন এক রমনীর! এইতো মানবজীবন।
এইতো মহাসার জীবন নদে তুমি কার, কে তোমার?
এই নদে তবে কার, আঁকা ছিল পদ-চিহৃ
তবে কি নেই তার; কোন অস্তিত্ব,
যদি অস্তিত্বই থাকে, তবে কো এই মৌনাবলম্বী
আজ কোথায় সে, কোন ভূবন মাজারে।
আমি যে খুঁজি তারে, একূল হতে ওকূলে
সকাল হতে দুপুরে, দুপুর হতে শেষ বিকেল
তবে কি আমি, অজানা রমনীর দেখা পাবো না?
জীবন নদের শেষ প্রান্তবর্তী এসে, তবে কোথায় সে....!!
      
সদরঘাট, ঢাকা।
রচনাকালঃ ০৩--০৮--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১৩৬


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]