যদি পারিস তবে তুই ফিরে আয়
দূরের ঐ আকাশটাকে ছাঁদ বানাবো,
সূর্যটাকে দেয়ালের কোনে প্রদীপ
হিসাবে জ্বালিয়ে রাখবো।
নদীটাকে তোর সংসারের নল-কূপ বানাবো।
জমিনটাকে শীতল পাটি করে দিব,
আর তোর মাথার রাখার জন্য এবুকটা পেতে দিব।
আমার বুকে মাথা রেখে
তুই অসম্ভব শান্তিতে ঘুমিয়ে পড়বি।।


যদি পারিস তবে তুই ফিরে আয়
তোকে আর কিছু দিতে না পারি,
অন্ততপক্ষে এটুকু তো পারবো
এক মুষ্টি পান্তাভাতের সঙ্গে
একটা শুকনো লঙ্কা অথবা
ঝাঁঝালো পেঁজায় দিব।
পরিধান করার জন্য তোকে
মোটা এক-খানা বস্ত্র দিব।।


আমাদের ভাঙ্গা ঘরের চালের ফাঁক দিয়ে
পূর্ণিমার আলোরা তোকে ছুঁয়ে যাবে।
রাতের আঁধারে জোনাকিপোকারা
তোর ছোট্ট সংসারটা আলোকিত করে রাখবে।
ঝিঁঝিঁ পোকারা তোকে নিঃশৃত সুরে
তাদের গান শুনাবে,,,,,,
যদি পারিস, তবে তুই ফিরে আয়
আমি ছিলাম, আছি থাকবো তোর অপেক্ষায়,,,,,,,,,,।।
      


রচনাকালঃ ০৯--০৬--২০১৬ইং