দূরের ঐ আকাশ
হাসছে আপন মনে,
দিঘিরও জলে বুঝি
জ্যোৎস্নারা খেলা করে।


হিমেল হাওয়ায় পাতা নড়ে
পূর্ণ শশী ঝলমল করে,
জ্যোৎস্নার আলোতে পুড়ে ছারখার
অবনীর অভ্র-কণায়।


পূর্ণিমার চাঁদ উঠেছে
আজ পূর্ণতা নিয়ে,
দেখে মুগ্ধো হলাম
এই গভীর নিশিতে।


নীলাম্বরে চেয়ে দেখি
নব এক রূপ,
জ্যোৎস্নার সব আলো বুঝি
দিঘির জলে দিল ডুব।
        


রচনাকালঃ ০৯--০৮--২০১৬ইং
ক্রমিক-নংঃ ১৩১