সময় কেমন আছ তুমি?
এই কথা, কাকে বলবো।
সবাই দিব্যি ভাল থাকার
প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে।


বল; কাকে বলবো আমি
তুমি স্মরণে রেখো আমায়।
স্বার্থসাধন হলেই তো ভাই
সবাই আমায় ভুলে যায়।


বল; কাকে বলবো আমি
কথাটা রেখো বন্ধু তুমি?
সবার কাধে একটা করে
কথা না রাখার ঝুলি।


কাকে বলবো আমি?
তুমি আমার আপনজন।
সবার হৃদপিন্ডে টাঙ্গানো
কয়েকটি রঙিন মুখোশ!


কাকে বলবো এই মানুষী
তুমি হাত ধরতে জানো!
মুঠো ভরতি স্বপ্ন গুলো,
কেন অগোচরে খুন করো?


কাকে বলবো শুনতে পাচ্ছো?
এই বুকের বিষাদ কান্নারচোট
কেউ শুনেনি কান পেতে
কেউ বুঝেনি ব্যথা কিসে।


কাকে বলবো আসবে তুমি?
ইচ্ছে হলে আসতে পারো!
মন চাইলে ভালবাসতেও পারো
যাবার জন্য পা বাড়িয়ে রও।


কাকে বলবো, দেখে যাও
তোমার অপেক্ষায় আজও আমি
নিঝুম নির্বাতে প্রহর গুণি,
যদি ভুল করেও ফিরে আসো।


রচনাকালঃ ২৮--১১--২০১৬ইং


[মাষিক বাংলা আওয়াজে প্রকাশিত]


ক্রমিক-নংঃ ১৫৬