বলবে কি দোষ ছিল আমার
কিংবা কি ভুল করেছি আমি?
যার জন্য এভাবে অভিমান করে
তুমি চলে গেলে চিরতরে।
অন্যকারো হাত ধরে  আমায় একা করে
একবারও কি ভাবলে না তুমি
আমাদের সেই অপূর্ণ স্বপ্ন গুলির কথা?
তুমি কি কখনো ভেবে দেখেছো
তোমাকে ছাড়া আমি থাকব কেমন করে?
তুমি কি জানতে না "অবিশ্বাসী"
ঘুমের ঘোরেও তোমারি নাম জপ করি।
তোমার ছবি যে আঁকা মনের ক্যানভাসে
সেই পুরানো স্মৃতির আড়ালে হৃদয়ের সবটা জুড়ে
যেখানে আজ গলিত হুদপিন্ডের ধূসর মরুভূমি।
তোমায় ভালবেসে তবে কি আমি একাই দোষী?
কিছুটা দোষ কি তোমারও ছিল না
এভাবে না বলে চলে যাওয়াটা কি দোষের ছিল না?
সত্যি করে বলবে তুমি দোষ-ত্রুটিহীন মানুষ হয় নাকি
বলবে দয়া করে, কে দোষী? তুমি না আমি......!!


রচনাকালঃ ০৩--১২--২০১৫ইং