কে তুমি মেয়ে
                   ক্রমিক-নংঃ ২৯৯
         _____শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


জানতে চাইলাম বালিকা
তোমার বংশ-পরিচয়
কে জানতো! তুমি বলবে
জীবনের গল্প কতিপয়।
আরও জানতে চাইলাম
তোমার ভালবাসা-ভাল লাগা
জবাবে বললে; ভালো লাগে
তোমার গল্প-কবিতা।
আরও বললে, কালো মেয়ের
বড় বড় চোখ দেখে
হিংসে জ্বলো তুমি।
মোটা গলা মিষ্টি হাসি
দেখতে রোবট, অল্পভাসীর প্রেমে
বার-বার পড় তুমি।
ভাল লাগে হালকা সাঁজ,
শাড়ির আঁচলে লুকাও লাজ।
নিজেই কথা বলো নিজের সাথে
ভাঙ্গা গলায় গান ধরো
গোপন অভিসারে অবহেলায় আনমনে।
হেঁটে যাও একলা  পথে।
তবুও বললে নাহ্, কে তুমি মেয়ে...?


রচনাকালঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।