ক্ষমা করে দিও               ক্রমিক-নংঃ ৫২


              _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমি তোমার মনের গহীন পর্যন্ত
অনেক বার জানার বৃথা চেষ্টা করেছি
জানতে চেয়েছি তোমার স্বপ্ন গুলি
বুঝতে চেয়েছি তোমার ভালবাসার হৃদয়-খানি
কিন্তু কোথাও কেন জানি একবিন্দু মাত্র
সত্য খুজে পেলাম না আমি
আর তাই ক্ষমা করে দিও, নীরবে চলে যাচ্ছি।


আমার মনে হল
তোমার সাথে আমি কখনো ভাল থাকবো না
হয়তো তোমার মনের মত করে
কখনো তোমায় ভালবাসতেও পারব না
আর তাই ক্ষমা করে দিও নীরবে চলে যাচ্ছি।


বন্ড প্রতারকের মালা গলায় দিয়ে
তোমার জীবন হতে বহুদুরে।এখন
শূণ্যতায় পুড়ি, তবুও উপায় নেই আমার
তোমার জীবনে আবার ফিরে যাবার
আর তাই ক্ষমা করে দিও নীরবে চলে যাচ্ছি।


আজ হয়তো বুঝবে না
অনেক কিছুই বলবে আমায়
হয়তো অভিমানে আর কখনো দেখতে চাইবে না এমুখ
তবুও আমার উপায় নেই,তাই ক্ষমা করে দিও
চিরদিনের মত আমি চলে যাচ্ছি।


কিন্তু জীবনের মাঝপথে গিয়ে যদি এমন হতো
দু'জন হতাম দু'পথের পথিক
তখন কি সেটা খুব ভাল দেখাতো?
তখন কি পারতে আমায় ক্ষমা করে দিতে?
তখন কি এর থেকে বেশি কষ্ট পেতে না তুমি
তাই ক্ষমা করে দিও, নীরবে চলে যাচ্ছি আমি
আর কখনো স্বপ্নেও আসবো না তোমায় জ্বালাতে
আমাকে ভুলে যাও ক্ষণিকের অতিথি পাখি ভেবে....।
      


রচনাকালঃ ২৩--০৫--২০১৬ইং