ক্ষমা কর আমায়
     - ✍️শাহাদাত সোহেল নীল.
     ক্রমিক-নংঃ ৪৩৬


কামুক পুরুষ তুমি স্তনের দিকে কেন চাও বার-বার
কি করে মুখের উপরে বলে বসো, বাহ্ মাল টা কি চমৎকার!
কেন তুমি ভুলে যাও তুমিও কারো বাপ ভাই সন্তান
তোমার সামনে তোমার বোন স্ত্রী কণ্যা কে নিয়ে
বললে তখন সহ্য কেন হয়না তোমার?
তোমার ঘরের মানুষ কাছের মানুষ রাখো পবিত্র
তবে কোন সুত্রে কোন গোত্রে অন্যের দিকে কুনজর দাও
এখনো সময় আছে সুধরে যাও, নিজেকে বদলাও।
একবার তাকিয়ে দেখো তোমার চেহারায় নয় চরিত্রে
তোমার চরিত্র কি আসলেই পবিত্র?
প্রশ্ন যদি করে তোমার ছেলে-মেয়ে, কি দিবে জবাব তুমি তাদের কাছে?
নারীত্বে আঘাতে তুমি কি সুখ পাও, জানি না মগজে রয়েছে কি তোমার
কবে বদলাবে তুমি, কবে বদলাবে চরিত্র তোমার?
যে নারীত্বের কষ্টে তুমি দেখলে বিবর্ষ পৃথিবীর মুখ
সেই নারীত্বে কি করে খোঁজ বেহায়াপনা অবৈধ সুখ?
তুমি মানুষ তুমি পশু নও, চিন্তা-ভাবনা মননে নিজেকে বদলাও
তবে তোমার জননী স্ত্রী কন্যা পাবে নিরাপত্তা...!


রাতের আধারে অসময়ে অবেলায় কেন নারী পথ চলতে
পুরুষ তোমায় তাকে পাহারায় নজরধারীতে রাখতে হয়,
এক পুরুষের কবল থেকে অন্য পুরুষ রক্ষা করে
পুরুষতান্ত্রিক এই সমাজে বিচার করবে কে?
ধর্ষীত হলে ধর্ষিতা দায়ী, দায়ী তার বাপ-ভাই পরিবার
ধর্ষণকারীর বিচার এসমাজে বল কোথায় হয়েছে, কবে কার?
ক্ষমা কর আমায় হে পত্নী কন্যা জননী
আমি পুরুষ আমায় জন্মসূত্রে কেন গলা টিপে হত্যা করোনি?
ক্ষমা কর আমায় আমি নতজানু নারী তোমার বিচারের কাঠগড়ায়.....


রচনাকালঃ ১১ই নভেম্বর ২০২০ইং
লক্ষ্মীপুর।