কোন সে নারী তুমি
আর কেন বা হলে এতো মায়াবিনী,
কেমন অদ্ভুত না জানি তোমার চাহনি
তাই স্বল্পক্ষণের বেশি,চেয়ে থাকতে পারিনি।


কেড়ে নিলে দৃষ্টি,কেড়ে নিলে মন
এক ফলকে মনে হল,তুমি আপন জন,
তোমার ঐ কন্ঠস্বর বড্ড মিষ্টি
সত্যি তুমি বিধাতার এক অপরূপ সৃষ্টি।


তোমার ঐ এক ঝলক, মধুময় হাসি দেখে
মনের অজান্তে পড়েছি,তোমার প্রেমে,
চারনয়নের দৃষ্টি বিনিময় হল কিছুক্ষণ
এলোমেল বৃষ্টির মতন,হারিয়ে গেলে কখন.....?
                   [ সমাপ্ত]
রচনাকালঃ ০২--০৫--২০১৩ইং
ক্রমিক নংঃ ০৫


{{দাঁড়িকমা প্রকাশনি হতে প্রকাশিত//"কবিকন্ঠহার" বইতে}}