মেঘনা
        ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
         ক্রমিক-নংঃ ১৫৮          


এসেছি আমি মেঘনার পাড়ে
এ মন বাসলো খুশির বানে,
যেতে চায়না মন যে ঘরে
তবুও ফিরছি মায়ার টানে।


দেখেছি সেথায় কত কিছু
কোথাও উঁচু কোথাও নিচু,
দেখেছি দূরের ঐ কাশবন
ইচ্ছে হচ্ছিল থাকি আজীবন।


দেখেছি সেথায় জাহাজ-নৌকা
দেখেছি আরও জলের খেলা,
ইচ্ছে করছিল জলে নেমে
মৎস হয়ে করি খেলা।


লঞ্চ দিয়ে দিচ্ছে পাড়ি
মানুষ সহ কত গাড়ি,
আসছে যাচ্ছে কত রকমি
ফসল তৈল শষ্য-সামগ্রী।


দু'কূলে ছিল যত বাড়ি
কেড়ে নিয়েছি জলের মহামারি,
সর্বসহ হারিয়ে নদীর তটে
আজও তারা বেঁচে রয় যুদ্ধ করে.....।।


রচনাকালঃ ০৯--০৪--২০১৬ইং