মৃত্যু দাও
                                   ক্রমিক-নংঃ ৭৬
    _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আমাকে মৃত্যু দাও প্রিয়
কঠিন হতে কঠিন মৃত্যু, দাও আমায়
তোমায় ছাড়া আমাকে আমি
যে ভাবতেও পারি না।
আজ তো তুমি নেই
তাই বেঁচে থাকার মানুষিকতাও নেই......।।


আমাকে এতোটা কঠিন মৃত্যু দিও
যতটা কঠিন মৃত্যু হলে
মৃত্যু নামক শব্দটাও
ভয় নামক শব্দ অস্বত্বিত টের পেয়ে
ভয়ে চিৎকার করে উঠবে
হ্যাঁ! ঠিক ততটায় কঠিন মৃত্যু আমায় দাও।।


তুমি চাইলে আমায়
মোমবাতির মত পুড়িয়ে মেরে ফেলতে পারো,
আবার, ট্রেন নামক যন্ত্রের তলে ফেলে আমায়
খন্ড-খন্ড ভাগে বিভক্তও করতে পারো।
অথবা, গোগরে পোকার পান না করা
পুষ্প রাজির শেষ বিষ টুকুও আমায় পান করিয়ে
এ ভূবন হতে বিদায় করতে দিতে পারো।।


অথবা এর থেকেও যদি কোন
ভাল ও কঠিন উপায় জানা থাকে
তবে সেটাও আমার উপরে প্রয়োগ করতে পারো
আর যাই হোক, তবুও তো তোমার বুকে মাথা রেখে
ভালবাসি বলতে বলতে শান্তি তে তো একটু মরতে পারবো।
অনন্ত এটুকু শান্তি আমায় দিও
প্রিয় আমাকে কঠিন হতে কঠিন মৃত্যু তুমি দিও.......।।


রচনাকালঃ ০৫--০৪--২০১৬ইং