মন ভাল নেই
            -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ আমার মন ভাল নেই
সেই সাথে তুমিও পাশে নেই,
ভাবি ধুৎছাই,
কেন যে কাটে না সময়
কি যে করি, ঘোর অবেলায়।


আজি বর্ষার ঝরঝর বাদল দিনে
বল তুমি বিহনে,
পাগল মন আমার কি করে ভাল থাকে?
কেন যে বলেছিলে তুমি
দিবে আমায় আকাশ-ছোঁয়া ভালাবাসা,
তবে কি আজ সবি
তোমার দেওয়া মিথ্যে আশা।


কি এমন অপরাধে অপরাধী আমি
যার ফলে, আজও নিরবে লোনা-জলে ভাসি
সেই দিন প্রিয়! জেনো রেখো;
কাঁদবে তুমিও, যেমনটি ভোরে শিশির ঝরে।


আজ আমার সকাল কাটে তো
দুপুর কাটে না, দুপুর কাটে তো
বিকাল আসে না। বিকেল যায় তো
সন্ধ্যা নামে না। আর
রাতে কথা কি বলব তোমায়!
যার শেষ সীমানা আমার
নেই তো প্রিয় জানা,
সত্যি আজ আমার মন ভাল নেই,,,,,,,
         [সমাপ্ত]


রচনাকালঃ ০৯--০৯--২০১৫ইং
ক্রমিক নংঃ ১৯