মনে পড়ে বর্ষায়
       ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
         ক্রমিক-নংঃ ১১৪

জানালার ঘিল ধরে
অপেক্ষায় আছি প্রিয়া,
গগনের কোনে যদি
পড়ে তোমার ছায়া।


আজ এই ঝরঝর
বাদলে দিবসে,
তোমার ভেজা চুলের
গন্ধ; কেন বাতাসে?
তবে কি তুমি
আমার, অনেকটা কাছে।


খুব মনে পড়ছে তোমাকে
তোমার কি একটুও
পড়ছেনা মনে। এই আমাকে,
একটুও কি না?


সেই তো ছোট বেলায়
তুমি-আমি; আমি-তুমি,
ভিজতাম কতনা ঘন বর্ষায়
পাগলামি করতাম সিমানা ছাড়ায়।


আজো সে বর্ষা, বয়েছে তার গতিতে,
কিন্তু তুমি আমি কি, তেমনটি রয়েছি?
নাহ্ একটুও না, হঠাৎ তোমার চলে যাওয়া
আর আমার?
বর্ষার সাথে অনন্তকালে সঙ্গী হাওয়া,,,,,,,,,,,,,,,,,
        
রচনাকালঃ ০৬--০৫--২০১৬ইং