নারিয়ার অপেক্ষায়
               ক্রমিক-নংঃ ১৭২
     ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কোলাহল যখন হয়ে যায় নির্জীব
শোনা যায়, ঘড়ির কাটা ঘুরছে শব্দ করে টিক-টিক
কোথাও কারো ছায়া পর্যন্ত নেই
মাঝে মধ্যে শুকনা পাতায় শিশির পড়ার শব্দ...।


বয়ে যাচ্ছে দূরের ঐ ক্লান্ত নদী
অজানায় যা বয়ে চলে নীরবধী
আমি এখনো তোমার জন্য নারিয়া
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি।


শেষ বিকালে হাটতে বাহির হলে
হাতের বাম-পাশটায় তোমায় অনুভব করি
এমনটা প্রায়সয় মনে হয়, আমি তো একা নয়
তবুও আমি ঘোর-আঁধারে পথ চলি একাকি।


জানো..? লোকে আমায় উন্মাদ বলে
তবে তোমার মত করে না, অন্য ভাবে
আমি যে তোমায় ভেবে শূণ্যতায় বকবক করি
নারিয়া সত্যি আজও তোমার জন্য অপেক্ষা করি।


রচনাকালঃ ০৫--০৪--২০১৫ইং