কত সুখ কত স্মৃতি কত হাঁসি কান্নার হইলো ইতি
পাওয়া না পাওয়ার কত হিসেব, এখনো আছে ঢের বাকি
                 এর-ই মাঝে বছর হইলো শেষ।
পৌষের শীত প্রাবরণে ভাসছে বুঝি নতুন বছরের রেশ
আসছে নব দিন, দিচ্ছে লক্ষ্মী পেঁচা আগমনী বার্তা
কুমড়োর ফুলে জমিয়ে রাখছে শিশির নব উদ্দ্যোগে
ভুলে যেতে পুরানো সকল বিরহ ব্যাথা।।
আজও ঘরে ফিরেনি মানিক-রতন, অপেক্ষায় জননী
একবারও মুছেনি দু'নয়নের জল।বার-বার শুধু প্রশ্ন করে
খোকা তার ঘরে ফিরবে কখন বল।এর-ই মাঝে বেলা বয়ে যায়।।চাইলে সব কিছু জেড়ে ফেলা যায় না
পুরানো কে পিঁছনে ফেলে দিলে সব অতীত মুছে যায় না
কিছু অতীতের পূর্ণাবৃত্তীও ঘটে বটে।পুরানো কে পিছনে ফেলে নতুনের আগমন, নতুন কি পারবে ভুলিয়ে দিতে সেই শৈশব-কৈশর মাতানো স্মৃতির রক্তক্ষরণ?
বেলা ফুরিয়ে দিন হইলো, দিন ফুরিয়ে মাস
মাস ফুরিয়ে বছর হইলো, তবুও কত হিসেব এখনো ঢের আছে বাকি
অতীত কে ভোলার আশায় আর কত কাল
             নতুন কে আকড়ে ধরে,দিবে নিজেকে ফাঁকি।।


রচনাকালঃ ৩১--১২--২০১৭ইং
ক্রমিক নংঃ ২৭০।।