বিভ্রান্ত সময়ের দূসর ছায়াপথে
হেঁটেছি অনেক দিন।সন্ধ্যার নিয়ন আলোয়
সঙ্গী করেছিলাম বেনামী কতিপয় গল্প।
আর সমুদ্রতট হতে তুলে এনেছিলাম
নীল অপরাজিতা।।


সাদা-কালো ক্যানভাসে আজ স্বপ্নের কারাবাস
বালিকার বিষময় চাহনিতে ঝলসে গেছে দূর্বাঘাস
দূর হতে দেখেছি আমি; বহুদিন-বহুবার।
হেমন্তের বৈরাগী হাওয়া,ছুঁয়ে যেতে দেখেছি তোমায়
নীল অপরাজিতা।।


রচনাকালঃ০৬--১১--২০১৭ইং
ক্রমিক নংঃ ২৫৮..
স্থানঃ বাগবাড়ী,লক্ষ্মীপুর।