নিমরাজি
       ক্রমিক-নংঃ ১৯৮    
      _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


নিমরাজি যখন হলেই তুমি
তোমায় আটকায় কার সাধ্যি
বসন্তদূত পরাজিত হবে তোমার সংস্পর্শে
আমি তো অতি নগন্য মানুষ, পরাজিত সর্বকালে।


ভেদ করতে পারি রহস্যের মায়াজাল
রুখতে পারি সাত-সাতটি সকাল
কিংবা বাঁধতে পারি দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড়
তবুও ক্ষমতা নেই আমার, তোমাকে নিরূদ্ধ করার।


চোখ থেকে ঝরে পড়ে ক'ফোঁটা জল
হয়তো ফিরাতে পারব আবারও চোখে
কিন্তু যে তুমি বিনা দোষে, যাচ্ছো নিজের ইচ্ছে
সে তোমাকে সংরূদ্ধ করব কি করে?


রচনাকালঃ ০৭--০৮--২০১৬ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]